• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে ফের ইরানি দূতাবাসে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০২
ইরানি দূতাবাসে আগুন
বিক্ষোভাকারীদের আগুনে পুড়ছে ইরানি দূতাবাস (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে অবস্থিত ইরানি দূতাবাসে ফের অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ নিয়ে গত কয়েকদিনে সেখানে টানা তৃতীয় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বুধবার (৪ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’।

ইরাকের নাজাফ শহরে অবস্থিত ইরানি দূতাবাসে এর আগে গত ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। প্রথম দফায় ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ গোটা শহরে কারফিউ জারি করে। যদিও এরপরও আন্দোলনরতদের পরাস্ত করা যায়নি।

কাতারভিত্তিক গণমাধ্যম ‘আল-জাজিরা’ বলছে, দূতাবাসে এমন অগ্নিসংযোগ আদতে ইরাকি বিক্ষোভকারীদের ইরানবিরোধী মনোভাবের জোরালো বহিঃপ্রকাশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে প্রবেশের আগেই ইরানি দূতাবাস কর্মীরা সেখান থেকে সরে যান। তখন পুলিশ এসে বিক্ষোভকারীদের প্রতিহত করার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা কনস্যুলেট ভবনে ঢুকে পড়ে। মূলত এর পরপরই সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়ে গোটা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন :- অবশেষে বিক্ষোভকারীদের গুলি চালিয়ে হত্যার স্বীকারোক্তি ইরানের

দেশটির রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৪৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ হাজারেরও অধিক মানুষ। যদিও এসব হতাহতের ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণকেই দায়ী করছে মানবাধিকার কমিশন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড