• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজস্ব প্রযুক্তির গোয়েন্দা বিমান উদ্বোধন করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪
ইরান
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইরানি বিমান, ছবি : পার্সটুডে

নৌবাহিনীতে নিজেদের তৈরি তিনটি গোয়েন্দা ও প্রশিক্ষণ বিমান যুক্ত করেছে ইরান। ‘চাকাভাক’ নামের অতি হালকা এই বিমান এক ইঞ্জিনবিশিষ্ট এবং এতে দুটি আসন রয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, নৌবাহিনীতে তিনটি গোয়েন্দা ও প্রশিক্ষণ বিমান যুক্ত করেছে ইরান। নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি মঙ্গলবার এসব বিমান উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় হোসেইন খানজাদি বলেন, এসব বিমানের গতিবেগ ঘণ্টায় ২৮০ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় টানা সাড়ে চার ঘণ্টা উড়তে পারে। তিনি আরও জানান, ইরানি বিশেষজ্ঞরা এসব বিমান তৈরি করেছেন এবং নিজেরা তৈরি করার কারণে প্রতি বিমানে ইরানের সাশ্রয় হয়েছে ১ লাখ ৯৫ হাজার ইউরো।

এর আগে গত ৩০ নভেম্বর ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির উন্নত ড্রোন উদ্বোধন করেছে। এটি যে কোনো যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন এবং সমুদ্রসীমা পর্যবেক্ষণে সক্ষম। এমনকি জরুরি অবস্থায় এই ড্রোন পানিতে অবতরণ করতে এবং পানির নিচেও প্রবেশ করতে পারে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড