• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানে কারখানায় আগুনে নিহত ১৫

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ২০:৩৪
সুদান
সুদানে কারখানায় আগুন, ছবি : প্রেসটিভি

সুদানে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, সুদানের রাজধানী খার্তুমে একটি কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অন্তত ১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এছাড়া এই ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।

সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, মঙ্গলবার ভয়াবহ আগুনে ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে সুদানের কারখানাগুলোতে দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। এতে দেশটির স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন মহলে। এর আগে চলতি বছরের শুরুতে সুদানের রাজধানী খার্তুমে এক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্টের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড