• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুপ্রবেশকারীরা রাহুল গান্ধীর চাচাতো ভাই : অমিত শাহ

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭
অমিত শাহ
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

ভারতের আসাম রাজ্যের পর এবার গোটা দেশে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি) চালু হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। যদিও বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যা নিয়ে প্রতিদ্বন্দ্বী এই শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্য শুরু হয়েছে।

ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণায় গিয়ে আসামের সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে মুখ খুলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ‘বৈধ নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে রাহুল গান্ধীর এত উদ্বেগ কেন।’

অমিত শাহর ভাষায়, ‘রাহুল বাবা বলছেন– তাদের বের করে দেবেন না। তারা কোথায় যাবেন, তারা কী খাবেন? তাদের জন্য আপনার এতো দরদ কেন, তারা কি আপনার চাচাতো ভাই?’

আরও পড়ুন :- অবশেষে বিক্রমের সন্ধান দিল নাসা

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি- ২০২৪ সালের নির্বাচনের আগেই সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানো হবে। আজ আমি আপনাদের বলতে চাই, আগামী নির্বাচনের আগেই গোটা দেশে এনআরসি করা হবে।’

এর আগে গত ৩১ আগস্ট উত্তরাঞ্চলীয় রাজ্য আসামে এনআরসি প্রকাশ করা হয়। মূলত এর মাধ্যমে রাষ্ট্রহীন হয়েছেন প্রায় ১৯ লাখের অধিক বাঙালি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড