• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় আমিরাতের ড্রোন হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯
লিবিয়ায় বোমা হামলা
বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ (ছবিসূত্র : সিএনএন)

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় একের পর এক ড্রোন থেকে বোমা হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ শিশু ও দুই নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬ জনে। যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, রবিবার (১ ডিসেম্বর) বিকালে দেশটির উম্মে আল-আরনাব এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়। যদিও প্রাথমিকভাবে এতে নিহতের সংখ্যা ১১ বলে জানানো হয়েছিল। মূলত এরপরই এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।

বিশ্লেষকদের মতে, খলিফা হাফতারের দুর্বৃত্ত প্রশাসনকে সমর্থন জানাতে আমিরাতি সেনারা মূলত এই হামলাটি চালিয়েছে।

আরও পড়ুন :- সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন (ভিডিও)

হামলার বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান বার্তা সংস্থা ‘সাবাকাত আর-রয়েদ এ-লামিয়া’ জানায়, এলাকাটির মারজুক হাসপাতালে এখন পর্যন্ত কয়েকজন শিশু ও দুই নারীর মরদেহ পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা। আরব আমিরাতের মালিকানাধীন ড্রোন থেকে চালানো হামলায় তারা নিহত হন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড