• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জর্ডানে খামারে আগুন, নিহত ১৩ পাকিস্তানি

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫০
জর্ডান-পাকিস্তান
জর্ডানের একটি খামার, ছবি : বিবিসি

জর্ডানে একটি খামারে ভয়াবহ আগুনে ১৩ পাকিস্তানি নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন শিশু। আগুনে আরও ৩ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে পশ্চিমাঞ্চলে সাউথ সৌনা নামের একটি গ্রাম এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

জর্ডানের সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছে, আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর এ সম্পর্কে বলা যাবে। তবে অন্য এক মুখপাত্র বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, জর্ডানে হাজার হাজার অভিবাসী শ্রমিক বেসরকারি বিভিন্ন খামারে কাজ করছেন। সেখানে তাদের বাসস্থানের অবস্থা খুবই নাজুক। এ কারণে প্রায়ই সেগুলোতে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড