• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ২২

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৫:১৯
তামিলনাড়ুতে বৃষ্টিপাত
হতাহতদের উদ্ধার করছেন কর্মীরা (ছবিসূত্র : পেন নিউজ)

ভারতের তামিলনাড়ু রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত দুইদিনে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর (আরএমসি) জানিয়েছে, রাজ্যটিতে আগামী দুইদিনে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যে কারণে আশপাশের ছয় জেলায় উচ্চ সতর্কতাও জারি করা হয়েছে। এমনকি ঝুঁকিতে থাকা কুডালোর জেলার প্রায় এক হাজারের অধিক বাসিন্দাকে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য হিন্দুস্থান টাইমস’ জানায়, শনিবার (৩০ নভেম্বর) মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজ্যের তারজাভুর জেলার মুনরাম শেঠি গ্রামের বাসিন্দা দুরাইকানু (৭০), তিরুভারুর জেলার পরাবকোটাইয়ের রবিচন্দ্রন (৫০) প্রাণ হারিয়েছেন। সেদিন রাতে প্রবল বর্ষণের কারণে বাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় আরিয়ালুর জেলার পুঙ্গোধাই (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়। ভারী বৃষ্টিতে পুডুককোটাই শহরে সড়ক দুর্ঘটনায় কান্দসামি (৫০) ও ঝড়ের মধ্যে ড্রেনে পড়ে চেন্নাইয়ের শেখ আলী (৪৬) প্রাণ হারান। তাছাড়া ভারী বৃষ্টিপাতে রাজ্যটির বিভিন্ন অঞ্চলে আরও অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, রাজ্যের ভেল্লোর, তিরুভ্যালুর, থোটুক্কুডি, তিরুভ্যান্নামালাই, রামনাথপুরাম এবং তিরুনেলভেলি জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন :- ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্পের আঘাত

আরএমসির মহা পরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় থোটুক্কুডির সাতানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার, কুডালোরে ১৭ সেন্টিমিটার এবং তিরুনেলভেলি জেলায় ১৬ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তাছাড়া লক্ষদ্বীপের নিকটবর্তী এলাকাগুলোতে এরই মধ্যে নিম্নচাপ শুরু হওয়ায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে বড় ধরনের ঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ জন্য জেলেদের আগামী কয়েক দিন সমুদ্রে যাওয়া ঠিক হবে না।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড