• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩
পেঁয়াজ
পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানি করছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘এমএমটিসির’ মাধ্যমে আগামী বছরের জানুয়ারিতে তুরস্ক থেকে এই পেঁয়াজের চালান ভারতে পৌঁছাবে।

এ বিষয়ে রবিবার (১ ডিসেম্বর) ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, এমএমটিসির মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিদেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এর আগে, মিশর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসার কথা রয়েছে সেই পেঁয়াজের চালান।

বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী। দেশটির বিভিন্ন রাজ্যে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকার মধ্যে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ কেনার অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পেঁয়াজের রপ্তানিও। পেঁয়াজ মজুদ রাখার সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড