• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশের কাজ ক্ষমতাসীনদের হাত থেকে গরিবদের বাঁচানো : ইমরান 

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৯
ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : ডন)

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তা ও আমলাদের প্রতি পুরনো দিনের ধ্যানধারণা ও ভাবনা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ‘নয়া পাকিস্তান’ গড়ে তোলার ক্ষেত্রে এসব ধ্যানধারণা কোনো কাজে আসবে না বলে মনে করেন তিনি। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

রবিবার (১ ডিসেম্বর) পাকিস্তানের সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। বৈঠকে তিনি বলেন, আমাদের পুরনো ধ্যানধারণা বদলাতে হবে। কেননা এসব ধ্যানধারণা নয়া পাকিস্তান গড়ে তোলার ক্ষেত্রে কোনো কাজে আসবে না।

এ সময় তিনি আরও বলেন, আগে পুলিশের কাজ ছিল ক্ষমতাসীনদের রক্ষা করা। এখন তাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীনদের হাত থেকে গরিবদের বাঁচানো।

ক্ষমতায় আসার পর ইতোমধ্যে প্রশাসনে ব্যাপক রদবদল এনেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড