• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদী-অমিত শাহও অনুপ্রবেশকারী, দাবি কংগ্রেস নেতার 

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪১
মোদী ও অমিত শাহ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবি : এনডিটিভি)

জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর হলে ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দিল্লি ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার (১ ডিসেম্বর) এনআরসি ইস্যুতে সংবাদ সংস্থা ‘এএনআইকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে অধীররঞ্জন চৌধুরী বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার এনআরসি কার্যকরের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এনআরসি কার্যকর হলে তাদেরও সমস্যায় পড়তে হবে। কারণ নরেন্দ্র মোদী ও অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। তারা এখন দিল্লিতে থাকেন। কিন্তু তারা তো দিল্লির বাসিন্দা নন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ তাদের প্রতিদিনকার জীবনধারণ নিয়ে চিন্তা করতেই ব্যস্ত। খাবার জোগাড়ের কথা ভাবতেই কেটে যায় তাদের পুরোটা দিন। তাদের কাছে নাগরিকত্বের কাগজপত্র নিয়ে ভাবার সময় আছে?

এরপর তিনি যোগ করেন, সরকার মূলত মুসলমানদের তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড