• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'জাস্ক' ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করল ইরান (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০১৯, ২২:৪২
ইরান
ছবি : প্রতীকী

ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির 'জাস্ক-টু' ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে। এসব ক্ষেপণাস্ত্র দেশটির সব সাবমেরিনে যুক্ত হবে। নৌবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যাপক হারে উৎপাদন শুরু করল তেহরান।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জাস্ক-টু ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরুর ঘোষণা দেন। শনিবার তেহরানে আয়োজিত এক প্রদর্শনীতে এ ঘোষণা দেন তিনি।

হোসেইন খানজাদি বলেন, ইরানের প্রতিটি সাবমেরিনে স্থাপন করা হবে 'জাস্ক' ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়বে এবং এগুলোর কারণে শত্রুরা অনেক বিস্মিত হবে।

খানজাদি আরও বলেন, সাবমেরিনে জাস্ক ক্ষেপণাস্ত্র বসানোর ফলে যুদ্ধ সক্ষমতা বাড়বে এবং এরই মধ্যে 'জাস্ক-৩' ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

ইরানের নৌবাহিনীর প্রধান জানান, ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া চালাবে ইরান। সাগরের নিরাপত্তা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড