• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিয়াচেনে তুষার ধসে নিহত ২ ভারতীয় সেনা

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০১৯, ২১:৪৮
ভারত
ছবি : প্রতীকী

সিয়াচেনে আবারও ভয়াবহ তুষার ধসের কবলে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। শনিবার তুষারে চাপা পড়ে ২ জওয়ান নিহত হয়েছেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় দক্ষিণ সিয়াচেন হিমবাহে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতে সিয়াচেনে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় সেনাবাহিনীর একটি দল টহল দিচ্ছিল। তখনই তুষার ধস হয় এবং এতে ২ সেনা নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তুষার ধসে টহলে থাকা সব সদস্যই চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল। তুষারের নিচে চাপা পড়া সদস্যদের খুঁজে বের করতে সফল হয় তারা। এরপর হেলিকপ্টারে করে গুরুতর আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জওয়ান প্রাণ হারান।

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালার ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহের অবস্থান। এটিই পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড