• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালি উপকূলে জাহাজডুবিতে ১৪৯ শরণার্থী উদ্ধার, নিখোঁজ ২০

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০১৯, ১৫:৩২
শরণার্থী উদ্ধার
সমুদ্র থেকে শরণার্থী শিশুকে উদ্ধার করছেন কর্মীরা (ছবিসূত্র : রয়টার্স)

ভূমধ্যসাগর অতিক্রম করে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৪৯ শরণার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২০ জন।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে অভিবাসীবাহী জাহাজটি ডুবে যায়। মূলত এর পরপরই স্থানীয় কোস্ট গার্ড তাদের উদ্ধার অভিযান শুরু করে।

ইতালিয়ান কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, ডুবে যাওয়ার সময় জাহাজটিতে নৌযানের কর্মীদের বাদে ১৬০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।

আরও পড়ুন :- ২৫ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

বিশ্লেষকদের মতে, ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপ থেকে উত্তর আফ্রিকা উপকূল খুব কাছে অবস্থিত। যে কারণে দেশত্যাগী অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথমে এই দ্বীপে এসে অবস্থান নেয়। যদিও বিশেষজ্ঞরা প্রায়ই এ ধরনের অনিরাপদ যাত্রা থেকে বিরত থাকতে শরণার্থীদের পরামর্শ দিয়ে আসছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড