• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেপাল হয়ে ভারতে ঢুকেছে পাক জঙ্গিরা, সীমান্তে হাই অ্যালার্ট

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০১৯, ১০:২৭
সীমান্তে জঙ্গি
সীমান্তে জঙ্গি (ছবি : প্রতীকী)

প্রতিবেশী নেপালের ভূখণ্ড ব্যবহার করে এবার ভারতে প্রবেশ করেছে পাকিস্তানের ৭ জঙ্গি। শনিবার (২৩ নভেম্বর) ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়, অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিরা এরই মধ্যে পৃথক দলে বিভক্ত হয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যায় আত্মগোপন করে রয়েছে। নিরাপত্তার নজরদারি এড়িয়ে এবার মূলত তারা নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। এখন জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করাই তাদের পরবর্তী লক্ষ্য। যে কারণে তারা ইতোমধ্যে উপত্যকাটির স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে।

সূত্রের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্টটি হাতে পাওয়ার পরপরই আত্মগোপনে থাকা সেই পাক জঙ্গিদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। যদিও এখন পর্যন্ত তারা নিরাপত্তা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরেই রয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, বর্তমানে গোটা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কারণে এবার বিকল্প পথে নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত যে সাত জঙ্গি ভারতে প্রবেশ করেছে, তাদের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন :- ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় ৩ পুলিশ নিহত

এরা হলো- মহম্মদ ইয়াকুব, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ, আবু হামজা ও মহম্মদ কাউমি চৌধুরী। আর বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। তাছাড়া গোয়েন্দাদের পাঠানো রিপোর্টটি হাতে পাওয়া মাত্রই, সংশ্লিষ্ট রাজ্যসহ আশপাশের সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড