• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবানলের কারণে অস্ট্রেলিয়ার ৩ অঙ্গরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৩:০১
অস্ট্রেলিয়া
দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা (ছবি : এপি)

ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার তিনটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ তথা ‘বিপর্যয়কর মাত্রার’ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ তীব্র হয়ে ওঠছে বাতাস। ফলে দাবানল বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং তাসমানিয়া অঙ্গরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) ‘এপি’ জানিয়েছে, দুর্ঘটনা রোধে এরমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং তাসমানিয়া অঙ্গরাজ্যের বিদ্যুৎ সংযোগ। অব্যাহত দাবানলে বেশ হুমকিতে পড়েছে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী। বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে যোগ হয়েছে তীব্র বাতাস।

অব্যাহত দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তবুও দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

প্রশাসন জানিয়েছে, এ দাবানল অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনেরই ফল। গত কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা একটুও কমেনি। আর এ কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড