• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন কাশ্মীরের ব্যবসায়ীরা 

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১২:২২
কাশ্মীর
বিক্ষোভ করছেন কাশ্মীরের জনগণ (ছবি : ডন)

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার (২০ নভেম্বর) রাজ্যসভায় কথা বলার এক পর্যায়ে কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেন। তার এমন ‘উসকানিমূলক’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন জম্মু-কাশ্মীরের ব্যবসায়ীরা।

শুক্রবার (২২ নভেম্বর) ‘দ্য হিন্দু’ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই কাশ্মীরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন। অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।

ব্যবসায়ীদের মতে, অমিত শাহর বক্তব্য উসকানিমূলক। কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে নিরাপত্তা পরিস্থিতি জারি এবং গণপরিবহন বন্ধের বিষয়টির মাধ্যমে বোঝা যাচ্ছে যে, বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত এখানকার জনগণ মেনে নেয়নি। উপত্যকার অনুভূতিকে এড়িয়ে সংসদে তিনি মিথ্যা দাবি করেছেন।

এ দিকে বিক্ষোভের কারণে সহিংসতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড