• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন গ্রেটা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৭:১০
গ্রেটা
গ্রেটা থানবার্গ (ছবি : রয়টার্স)

পরিবেশ আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বিশ্বজুড়ে সাড়া জাগানো সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। খবর ‘রয়টার্স’

অবশ্য গ্রেটা থানবার্গ নিজে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করতে পারেননি। তবে এক টুইটার বার্তায় এই পুরস্কার পাওয়ায় অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) গ্রেটার হয়ে পুরস্কার গ্রহণ করেন জার্মান জলবায়ুকর্মী লুইসা মারি নুবা। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, জলবায়ু সমস্যাই এখন সবচেয়ে বড় ইস্যু। বিশ্বনেতাদের উচিত জলবায়ু সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ ২০১৮ সালের আগস্টে স্কুল পালিয়ে নিজ দেশের পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে হবে’- পার্লামেন্টের সামনে এমন দাবি তুলে প্রথমবার শিরোনাম হন তিনি। আসেন সবার নজরে।

তারপর থেকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। কয়েকদিন আগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দাঁড়িয়েও প্রতিবাদ জানিয়েছেন গ্রেটা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড