• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৫ 

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৬:০৫
আতশবাজির কারখানায় বিস্ফোরণ
বিস্ফোরণের শিকার আতশবাজির কারখানা (ছবিসূত্র : ইয়াহ নিউজ)

পশ্চিম ইউরোপের দেশ ইতালির সিসিলি প্রদেশের একটি আতশবাজির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

উদ্ধার কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, পারিবারিকভাবে পরিচালিত কারখানাটিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আচমকা বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক ও প্রতিষ্ঠানটির মালিকের ৭১ বছর বয়সী স্ত্রী প্রাণ হারান। পরে বাকিদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

সিসিলির মাসিনা অঞ্চলের পুলিশ কমান্ডার জিয়ানকারমিন কারুসন বলেন, ‘বৃহস্পতিবার সকালে আতশবাজি কারখানাটিতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। মূলত ওয়েল্ডিং সরঞ্জামাদি থেকে বিস্ফোরণটির সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’

আরও পড়ুন :- মানবিক মূল্যবোধই ইসলামের মূল ভিত্তি : পুতিন

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণের শিকার কারখানাটির ধ্বংসস্তূপ থেকে জীবিতাবস্থায় এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। তাছাড়া বিস্ফোরণের কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড