• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবিক মূল্যবোধই ইসলামের মূল ভিত্তি : পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৫:২১
প্রেসিডেন্ট পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবিসূত্র : সিএনএন)

মানবিক মূল্যবোধ হলো ইসলামের প্রধান ভিত্তি আর অর্থোডক্স খ্রিস্টধর্মের ভিত্তিও এই মূল্যবোধ। এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ সংবাদ সংস্থা ‘তাসের’ প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘অর্থোডক্স এবং ইসলাম—শান্তির ধর্ম’ শিরোনামের আয়োজিত এক সম্মেলনে এই কথা বলেন তিনি।

সম্মেলনে রুশ প্রেসিডেন্টের লিখিত বক্তব্য পাঠ করেন কিরগিজস্তানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নিকোলাই উদোভিচেনকো।

প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে বলেছেন, ‘ইসলাম এবং অর্থোডক্স খ্রিস্টধর্ম সবসময়ই মানুষকে ভালোবাসা, সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেছে। মূলত এ কারণেই নাগরিক শান্তি ও ঐক্যকে শক্তিশালী করতে রাশিয়া এবং কিরগিজস্তানের সকল সংস্থাকে উভয় দেশের ধর্মীয় সংগঠনগুলো সহযোগিতা করছে।’

রুশ প্রেসিডেন্টের মতে, ‘উভয় দেশের প্রভাব বিস্তারকারী ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞ সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন ভীষণই সময়োপযোগী।’

পুতিনের ভাষায়, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিবাচক ঐতিহাসিক বিশ্বাস, বন্ধুত্ব, পারস্পরিক সম্মান এবং উপলব্ধিগুলো টিকিয়ে রাখা উচিত।’

আরও পড়ুন :- তুরস্ককে ন্যাটোর মূল অংশীদার বলছে জার্মানি

তিনি বলেন, ‘আশা করছি এই সম্মেলনে তরুণ প্রজন্মের সামাজিকীকরণে নৈতিক এবং পারিবারিক মূল্যবোধ সুরক্ষায় ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড