• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১২:৩৫
ট্রাম্প ও মোদী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : রয়টার্স)

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনছে ভারত। ইতোমধ্যে ভারতকে অস্ত্র বিক্রির ব্যাপারে চূড়ান্ত অনুমোদনও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ‘দ্য হিন্দু’ এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নৌ-বন্দুক বিক্রির প্রস্তাবে অনুমোদন করেছেন। খুব শিগগিরই ভারতের কাছে এই নৌ-বন্দুক হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন এই নৌ-বন্দুক শত্রুপক্ষের যুদ্ধজাহাজ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম। শত্রুপক্ষের অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট থেকে হামলা বা তীরে বোমাবর্ষণ মোকাবিলাতেও সক্ষম যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই অস্ত্র।। এই নৌ-বন্দুকগুলো বানিয়েছে আমেরিকার বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস।

এ দিকে ট্রাম্প প্রশাসন ১০০ কোটি মার্কিন ডলারে ভারতকে ১৩টি এমকে-৪৫ পাঁচ ইঞ্চি/৬২ ক্যালিবার (এমওড) নৌ-বন্দুক বেচবে বলে নিশ্চিত করেছে ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড