• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালমানের সমালোচনা করে নিখোঁজ সৌদি প্রিন্সেস

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৮:১৫
বাসমাহ বিনতে সৌদ
(ছবি : সংগৃহীত)

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচনা করা সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ গত বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ খবরটি প্রথমবারের মতো সামনে আনে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলে’।

সংবাদমাধ্যমটির দাবি, রাজকন্যা বাসমাহ বিনতে সৌদকে বিনা বিচারে গৃহবন্দি করে রাখা হয়েছে। আর সেটা করা হয়েছে সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রকাশ্য সমালোচনা করার কারণে।

প্রিন্সেসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাসমাহ তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না। তার সব যোগাযোগের ওপর নজরদারি করা হচ্ছে। মোহাম্মদ বিন সালমানের রোষানলে পড়ছেন রাজকন্যা বাসমাহ।

এছাড়া তাদের ধারণা, বিদেশ পালিয়ে যেতে পারেন এমন সন্দেহে চলতি বছরের মার্চে বাসমাহকে বন্দি করা হয়। চিকিৎসার জন্য তার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল।

সৌদি আরবে মানবাধিকার নিয়ে কাজ করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। দেশটির সাংবিধানিক সংস্কার ও মানবাধিকার ইস্যুতে তার তৎপরতা বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। তাকে শেষবার দেখা গেছে প্রায় আট মাস আগে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড