• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতিহাসের অন্যতম বড় ঝড়ের আতঙ্কে ফিলিপাইন

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৬:১৭
ফিলিপাইনে শক্তিশালী ঝড়
স্যাটেলাইট থেকে নেওয়া শক্তিশালী ঝড় ‘কালমেগির’ ছবি (ছবিসূত্র : নাসা)

এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আঘাত হানতে চলেছে ইতিহাসের অন্যতম বড় ঝড় ‘কালমেগি’। এরই মধ্যে বিপদের আগাম সতর্কবার্তা দিচ্ছে দেশটির উত্তাল সমুদ্র। যার অংশ হিসেবে উপকূলে বইতে শুরু করেছে তীব্র ঝড়ো হাওয়া।

প্রশান্ত মহাসাগরে টানা চার দিন তাণ্ডব চালানোর পর বর্তমানে শক্তিশালী টাইফুনের রূপ নিয়েছে ‘কালমেগি’। দেশটির আবহাওয়া অধিদপ্তরের মতে, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়টি ফিলিপাইন উপকূলে আছড়ে পড়তে চলেছে। যার গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। এর কম তো নয়ই বরং গতিবেগ আরও বাড়তেও পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সামুদ্রিক এই ঝড়ের নাম ‘কালমেগি’। চলতি বছর এটি ফিলিপাইনের ইতিহাসে অন্যতম বড় ঝড় হতে চলেছে। যার ক্ষয়ক্ষতি পুরনো সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অধিদপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘ক্রমশ শক্তি বৃদ্ধির মাধ্যমে ‘কালমেগি’ এখন টাইফুনে রূপ নিয়েছে। হাতে বিশেষ সময় নেই। শিগগিরই কাগায়ান প্রদেশে ঝড়ের তাণ্ডব শুরুর আশঙ্কা রয়েছে।’

আরও পড়ুন :- আফগানিস্তানে তালিবান হামলায় মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

যে কারণে কালমেগির ভয়ঙ্কর আঘাত থেকে জনগণকে রক্ষার্থে সমুদ্র উপকূল খালির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বর্তমানে সামুদ্রিক এই ঝড়টি ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে। যা উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগ্রসর হতে পারে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড