• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হংকংয়ে গণহত্যার শঙ্কায় টানেল দিয়ে পালাচ্ছে অবরুদ্ধ শিক্ষার্থীরা (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৩:২৪
হংকং
টানেল দিয়ে পালানোর চেষ্টা করছে এক শিক্ষার্থী (ছবি : সিএনএন)

হংকংয়ে পুলিশের সঙ্গে গণতন্ত্রকামীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। বর্তমানে দেশটির পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রায় ২০০ জন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তৈরি হয়েছে গণহত্যার শঙ্কা। এমন পরিস্থিতিতে টানেলের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে ক্যাম্পাসের ভেতর আটকে পড়া শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) ‘এএফপি’ জানিয়েছে, গত ৩ দিন ধরেই পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। পুলিশ বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া বিক্ষোভকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছে।

এ দিকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। এর কারণ হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি লাম ইতোমধ্যে বেশ কড়া ভাষায় বিক্ষোভকারীদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমন কঠিন পরিস্থিতিতে পুলিশের দৃষ্টি এড়িয়ে টানেলের ভেতর দিয়ে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে অবরুদ্ধ শিক্ষার্থীরা। এমন কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড