• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে নিয়ে নতুন শঙ্কায় যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১২:৫৫
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবিসূত্র : বিবিসি নিউজ)

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানকে নিয়ে এবার নতুন শঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মতে, আগামী বছরের শেষ দিকে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেলে তেহরান ফের উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম আমদানি করবে। যার মাধ্যমে দেশটি নিজেদের সামরিক বাহিনীকে আরও বেশি আধুনিকায়ন করে তুলবে।

তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক নতুন প্রতিবেদন প্রকাশ করে। মূলত সেখানেই তারা এই আশঙ্কার কথা জানায়।

এ দিকে ‘ইরান মিলিটারি পাওয়ার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের অক্টোবর মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাবে। মূলত এর পরপরই ইরান উন্নত যুদ্ধবিমানের মতো যেসব আধুনিক সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন সম্ভব নয় সেগুলো আমদানির দিকে ঝুঁকবে। যা যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের জন্য এক বিরাট হুমকি।

মার্কিন প্রশাসনের দাবি, তেহরান ইতোমধ্যে মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে এসব বিষয়ে আলোচনা শুরু করেছে। এমনকি তারা রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের দিকেও ব্যাপক আগ্রহ দেখিয়েছে।

অপর দিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে ইরানে এক বিরাট বিক্ষোভের সূচনা হয়। যা এখনো অব্যাহত আছে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০৬ জনের প্রাণহানি ও আরও অনেক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন :- বিক্ষোভে উত্তাল ইরানে নিহত শতাধিক

সংস্থাটির দাবি, বিক্ষোভকারীদের জমায়েতে ভবনের ছাদ থেকে স্নাইপাররা গুলি চালাচ্ছে। এমনকি বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড