• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন অ্যাসাঞ্জ

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১১:২৬
জুলিয়ান অ্যাসাঞ্জ
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (ছবি : দ্য গার্ডিয়ান)

সুইডেনে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। দেশটির সহকারী প্রধান কৌঁসুলি ইভা ম্যারি পারসনের বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘দ্য গার্ডিয়ান’।

এ বিষয়ে ইভা ম্যারি পারসন মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১০ সালে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার প্রাথমিক তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে হিসেবে অ্যাসাঞ্জ এখন ওই ধর্ষণ মামলা থেকে মুক্ত।

এর আগে গত জুনে সুইডেনের একটি আদালত রুল জারি করেন যে, জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক করা যাবে না। উইকিলিকসের প্রতিষ্ঠাতা অবশ্য শুরু থেকেই এই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছেন। তার ভাষায়, ‘আমি কাউকে ধর্ষণ করিনি। এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’

এ দিকে দুই মাস আগে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস থেকে ৪৮ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জকে আটক করে ব্রিটিশ পুলিশ। এরপর জামিন সংক্রান্ত আইন লঙ্ঘন করার অপরাধে যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেন। তিনি এখন লন্ডনের বেলমার্শ কারাগারে রয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড