• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলকে ছারখার করে দেব : হামাস 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ১৬:২৩
ইসরায়েল-ফিলিস্তিন
শিশু কাঁধে নিয়ে দাঁড়ানো লোকটিই হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার, ছবি : দ্য জেরুজালেম পোস্ট

ইসরায়েলকে ছারখার করার হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্প্রতি এই হুমকি দেন।

জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে ছারখার করে দেওয়ার হুমকি দিয়েছেন ফিলিস্তিনভিত্তিক সংগঠন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। সম্প্রতি হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

সিনওয়ার বলেন, হামাসের হাজার হাজার কৌশল আছে এবং মাটির নিচে শত শত কিলোমিটার টানেল আছে। এছাড়া গাজায় এখন তৈরি করা হচ্ছে হাজার হাজার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলকে হুমকি দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি নির্বোধের মতো কোনো ভুল করে তাহলে ইসরায়েলি শহরগুলোকে উড়িয়ে দেবে হামাস। সেগুলো তখন ভূতের নগরীতে পরিণত হবে। আমরা তেল আবিবকে ছারখার করে ফেলব। তখন সাইরেনের মতো চারিদিকে আর্তনাদ শোনা যাবে।

ইয়াহিয়া সিনওয়ার আরও বলেন, প্রয়োজনের সময় হামাস যোদ্ধারা বের হয়ে আসবে। মহান আল্লাহর ইচ্ছায় বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী ট্যাংকগুলোকে আমরা ছাইয়ে পরিণত করব।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড