• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনগণই আমাকে এতদিন ক্ষমতায় টিকিয়ে রেখেছে : এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ০২:০৩
এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান (ছবিসূত্র : রেডিও ফ্রি ইউরোপ)

জনগণের সমর্থন না পেলে কোনো সরকারই টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। সোমবার (১৮ নভেম্বর) ইস্তাম্বুলে একটি আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন তিনি। খবর ‘ডেইলি সাবাহ’।

সেমিনারে এরদোগান বলেন, যদি জনগণ নিজেদের দেশকে সুরক্ষা দেয়, তাহলে ওই দেশকে কোনো পরাশক্তিই ধ্বংস করতে পারে না। তাই নিজ দেশের সুরক্ষা ও প্রতিরক্ষায় ভালো ভূমিকা রাখতে হবে তুরস্কের জনগণকে।

নিজের বক্তৃতায় প্রভাবশালী এই নেতা আরও বলেন, অনেক দেশের সরকার জনগণের কথা শোনে না, জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না; বরং বাইরের সমর্থনে দেশ পরিচালনা করে। কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকা যায় না।

সবশেষে তিনি বলেন, কয়েকটি পশ্চিমা দেশ আমাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা কখনোই সফল হবে না। কারণ আমার প্রতি তুরস্কের জনগণের সমর্থন আছে। তারাই আমাকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রেখেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড