• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেনিসে হাই অ্যালার্ট

  ইসমাইল স্বপন, ইতালি প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ২২:৫০
ইতালি ভেনিস
ভেনিসে বন্যা, ছবি : দৈনিক অধিকার

ইতালির ভেনিস শহরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সারারাত ভারী বর্ষণের ফলে রবিবার ভেনিসসহ ইতালির বেশ কিছু শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয় শহরের সব দর্শনীয় স্থান।

গত মঙ্গলবারের পর এদিন আবারও ভেনিসের বাসিন্দারা এবং শহরটির পর্যটকরা জোয়ারের পানির কবলে পড়ে। ১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতা সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার বা ৬ ফুট উচ্চতায় উঠেছে।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো শনিবার জানান, শহরটির বাসিন্দারা আরেকটি কঠিন দিন পার করার জন্য প্রস্তুত হচ্ছে।

এই জরুরি অবস্থা মোকাবিলার জন্য ব্রুগনারোকে বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ফ্লোরেন্স ও পিসার কর্তৃপক্ষ নিবিড়ভাবে আরনো নদী পর্যবেক্ষণ করছে। কারণ, ভারী বর্ষণের ফলে নদীটির পানির স্তর দ্রুত বাড়ে।

এ দিকে, ক্ষতিগ্রস্ত ভেনিস পুনর্গঠনে দুই কোটি ইউরো অনুমোদন দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় প্রতি বছরই প্লাবিত হয় ভেনিসের নিচু অঞ্চলগুলো।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড