• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মারা গেল ‘বিন লাদেন’ হাতি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৮:৩০
ভারত
‘বিন লাদেন’ হাতি, ছবি : এনডিটিভি

ছয় দিনের বন্দি অবস্থা কাটিয়ে অবশেষে মারা গেল ‘বিন লাদেন’ হাতি। রবিবার ভোর পাঁচটার পর ভারতের আসামে হাতিটি মারা যায়। এরপরই হাতিটির বন্দিদশা নিয়ে আলোচনা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, রবিবার ভোর সাড়ে পাঁচটায় জীবন থেকে ছুটি পায় ৩৫ বছরের বিন লাদেন হাতি। গত ১১ নভেম্বর রঙজুলি জঙ্গল থেকে ঘুমপাড়ানিয়া ওষুধ দিয়ে পুরুষ হাতিটিকে বন্দি করা হয়। তারপর নিয়ে আসা হয় ওরাং জাতীয় অভয়ারণ্যে।

মারা যাওয়া হাতিটির নাম বিন লাদেন রাখার পেছনে একটি কারণ ছিল। এই হাতি একের পর এক মানুষ মারছিল। বাড়ি, ক্ষেত-খামার ইত্যাদি নষ্ট করছিল। এছাড়া অন্তত ৫ জনকে পিষে মারে এই হাতি। ফলে এটির নাম দেওয়া হয় বিন লাদেন।

এ দিকে বন্দি অবস্থায় একটি হাতির মৃত্যুর কারণে এরই মধ্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। যেখানে ৫-৬ বছরের হাতিকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয় সেখানে ৩৫ বছরের পূর্ণবয়স্ক হাতিকে এভাবে কেন বন্দি করা হলো তা জানতে পুরো বিষয় খতিয়ে দেখছে ভারতের কেন্দ্রীয় বনবিভাগ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড