• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনে অনুপ্রবেশকালে ৭ হুথি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ০৮:৪৬
হুথি বিদ্রোহী
হামলায় নিহতদের মরদেহ (ছবিসূত্র : কাইরো নিউজ)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের হোদেইদা শহরে অনুপ্রবেশের সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলিতে অন্তত ৭ হুথি সদস্যের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (১৬ নভেম্বর) লোহিত সাগরের তীরবর্তী শহরটিতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

ইয়েমেনি প্রতিরক্ষা বাহিনীর বরাতে চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানায়, শনিবার দিনগত রাতে দেশটির হোদেইদা শহরের তুহিয়াতা জেলায় অনুপ্রবেশের চেষ্টা করছিল শিয়াপন্থি বিদ্রোহী এই গোষ্ঠীটি। এ সময় তাদের প্রতিহত করতে বেশ কয়েক দফায় গুলি চালায় সরকারপন্থি যৌথ বাহিনী। এতে ঘটনাস্থলেই হুথিদের ৭ সদস্য নিহত হয়। তাছাড়া বাকিরা আহত অবস্থায় পালিয়ে যায়।

বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত হুথি বাহিনী শহরটির বেশিরভাগ এলাকা নিজেদের দখলে রাখলেও তুহিয়াতা জেলাটির নিয়ন্ত্রণ রয়েছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর হাতে। তাছাড়া তেল সমৃদ্ধ এই দেশটির দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণও রয়েছে এই সরকারপন্থি সেনাদের কাছে।

আরও পড়ুন :- বিক্ষোভে উত্তাল ইরানে বাড়ছে নিহতের সংখ্যা

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ গোটা উত্তরাঞ্চল হুথিদের দখলে চলে গেলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনো অব্যাহত আছে। দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে বহু লোক হতাহত হওয়ায় এক রকম বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড