• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেই পদত্যাগ কুয়েতের প্রধানমন্ত্রীর

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৮:২০
শেখ জাবের মুবারাক আল-সাবাহ
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ (ছবি : সংগৃহীত)

শেখ জাবের মুবারাক আল-সাবাহ শুক্রবার (১৫ নভেম্বর) কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এর আগের দিন পদত্যাগ করেছিলেন দেশটির অর্থমন্ত্রী ও গণপূর্তমন্ত্রী। হঠাৎ করেই তাদের পদত্যাগের কারণে চারদিকে জন্ম নেয় নানান প্রশ্ন। অবশেষে তাদের পদত্যাগের কারণ জানা গেল।

রবিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে ৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের দায় মাথায় নিয়েই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও গণপূর্তমন্ত্রী তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

এ বিষয়ে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমাদের ভাষ্য মতে, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রিসভা যে পদত্যাগ করেছেন, তার নেপথ্যে আছে একটি সামরিক সহায়তা তহবিল। ওই তহবিলের মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন তারা। আর এর দায় নিয়েই পদত্যাগ করতে হয়েছে তাদের।

প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমাদের মতে, এটাই তাদের পদত্যাগের অন্যতম ও মূল কারণ।

আরও পড়ুন : অর্থমন্ত্রী ও গণপূর্তমন্ত্রীর পর পদত্যাগ করল কুয়েত সরকার

শেখ নাসের সাবাহ আল-আহমাদ আরও জানান, ২০১৭ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগেই দেশটির একটি সামরিক সহায়তা তহবিল থেকে ২৪০ মিলিয়ন কুয়েতি দিনার অর্থাৎ ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের ঘটনাটি ঘটে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড