• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিক্ষোভকারী নয়, সরকারের পক্ষে খামেনি

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৭:১৬
আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (ছবি : আল জাজিরা)

পেট্রোলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে ইরানে এখন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তিনি সরকারি সিদ্ধান্তের পক্ষে। পাশাপাশি তার দেশে সরকারবিরোধী এই বিক্ষোভের পেছনে বিদেশিদের হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর ‘আল জাজিরা’।

রবিবার (১৭ নভেম্বর) এক বক্তৃতায় খামেনি বলেন, পেট্রোলের মূল্যবৃদ্ধির ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই। অনেকে দেশের কল্যাণের কথা না ভেবেই আন্দোলনে নেমেছে। এটা অযৌক্তিক। দেশে ও দেশের বাইরে ইরানের যেসব শত্রু ও বিরোধী রয়েছে এটা তাদেরই চক্রান্ত।

এ সময় ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, যারা বিক্ষোভের সময় সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে তারা ইরানের বিরোধী পক্ষের লোক। তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া প্রয়োজন।

খামেনির ভাষায়, সন্দেহাতীতভাবেই পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে কিছু মানুষ অসন্তুষ্ট। কিন্তু মনে রাখতে হবে যে, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সবার সমর্থন জানানো উচিত।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড