• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের রেশ না কাটতেই ধেয়ে আসছে ‘নাকরি’

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪২
ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় ( ফাইল ছবি)

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ রেশ এখনো কাটেনি। এর মধ্যেই এবার বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে এই খবর প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। দেশটির বেশ কয়েকটি প্রদেশে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

ঘূর্ণিঝড় নাকরির কারণে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তবে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় ঠিক কবে আঘাত হানতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলেনি তারা।

অবশ্য এটা নিশ্চিত করেছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে এই ঘূর্ণিঝড়।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাকরি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। এছাড়া এই ঘূর্ণিঝড় চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুতেও আঘাত হানতে পারে। ভারতের পাশাপাশি এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

উল্লেখ্য, নাকরির অবস্থা কতটা ভয়ানক হতে পারে, তা জানতে গত ৮ নভেম্বর থেকে স্যাটেলাইট ম্যাপিং সিস্টেম চালু করেছে ইউরোপিয়ান কমিশন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড