• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং বন্ধ করল ইরাক

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ০৯:১৮
সীমান্ত
প্রতিবেশী ইরাক ও ইরান সীমান্ত (ছবিসূত্র : দ্য টার্কিশ প্রেস)

দেশব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার ইরানজুড়ে তীব্র বিক্ষোভের শুরু হয়েছে। এতে যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবিলায় দেশটির সঙ্গে থাকা নিজেদের দুই বর্ডার ক্রসিং আপাতত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ইরাক। শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইরাকি কর্তৃপক্ষ সিদ্ধান্তটি নেয়।

সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, ইরান সরকারের অনুরোধে শনিবার (১৬ নভেম্বর) ইরাকি বর্ডার পোর্টস কমিশন পদক্ষেপটি গ্রহণ করে। এবার ক্রসিং দুটি দিয়ে কেবল জনসাধারণকে চলাচল করতে দেওয়া হবে না। তবে পণ্য পরিবহন আগের মতোই স্বাভাবিক থাকবে।

এ দিকে ইরাকি বর্ডার পোর্টস কমিশন এক বিবৃতিতে জানায়, ইরানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে। যে কারণে আমরা ইরাকি নাগরিকদের আপাতত ইরান সফর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

অপর দিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানের সিরজান শহরে গত শুক্রবার রাতভর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন রুহানি সরকার জনগণকে রেশন হিসেবে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিলে প্রতিবাদে সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন :- আফগানিস্তানে ছয় শতাধিক আইএস জঙ্গির আত্মসমর্পণ

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে অন্তত দুইজনের প্রাণহানির খবর পাওয়া যায়। তাছাড়া আহত হয়েছেন আরও অনেক লোক।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড