• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ২২:৩৭
জম্মু-কাশ্মীর
ছবি : প্রতীকী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে (জম্মু-কাশ্মীরে) পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার কাশ্মীরে বারামুলার সোপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কাশ্মীর পুলিশের দাবি গ্রেফতার হওয়া সবাই পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে ওই পাঁচ লস্কর জঙ্গি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, গ্রেফতার হওয়াদের মধ্যে ২ জন সক্রিয় জঙ্গি কার্যকলাপে লিপ্ত।

সক্রিয় দুই জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্রে ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় ভারতের পুলিশ। বাকি তিন জন লস্করের 'পোস্টার মডিউল' হিসেবে কাজ করে। পোস্টার সেঁটে লোকজনকে ভয় দেখানোই এদের কাজ।

এ দিকে শনিবারই জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও ধরা পড়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সীমান্তে পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড