• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুনানির মাঝেই সাক্ষীকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক টুইট

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৬:০৪
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ইস্যুতে টানা দ্বিতীয় দিনের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) শুনানিতে সাক্ষ্য দিচ্ছিলেন ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়াভানোভিচ। আর সেই কার্যক্রম চলাকালে তাকে আক্রমণ করে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন, ‘অতীতে যেসব দেশেই ম্যারি ইয়াভানোভিচকে পাঠানো হয়েছে সেখানেই এমন সমস্যা দেখা দিয়েছে। তিনি শুরু করেছিলেন সোমালিয়া থেকে, কী হয়েছিল সেখানে? আজ গোটা বিশ্ব তা জানে।’

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ট্রাম্প তার মন্তব্যের মধ্য দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন।’

যদিও পরবর্তীকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার টুইটগুলো মোটেও কোনো ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ছিল না। এ দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমি মূলত অভিশংসন শুনানির কিছু অংশ দেখেছি। যা আমার কাছে ভীষণই ‘অপমানজনক’ মনে হচ্ছে।’

আরও পড়ুন :- অভিশংসন শুনানি : ঘুষ সাধার কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্লেষকদের মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে। মূলত সেই নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। যার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও তিনি টেলিফোনে চাপ প্রয়োগ করেছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড