• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিশংসন শুনানি : ঘুষ সাধার কথা স্বীকার করলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ০৯:৪৮
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : সিএনবিসি)

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ইস্যুতে প্রকাশ্য শুনানি শুরু হয়েছে। যেখানে এরই মধ্যে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি দাবি করেছেন, ইউক্রেনকে ঘুষ সেধেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই কেলেঙ্কারির বিষয়টি ইতোমধ্যে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন।

বিভিন্ন যুক্তি দেখিয়ে পেলোসি বলেন, ‘গত বুধবার (১৩ নভেম্বর) শুরু হওয়া গোয়েন্দা বিষয়ক এই কমিটির শুনানি চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে ঘুষ সাধার বিষয়টি স্বীকার করেছিলেন। ট্রাম্প দাবি করছেন, ইউক্রেনের সামরিক সহযোগিতা আটকে তিনি ভুল কোনো কিছুই করেননি।’

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মতে, ‘এর মানে এসব কাজ করে তিনি মূলত আসন্ন নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে একটা ভুয়া তদন্ত শুরুর জন্য ইউক্রেনকে বাধ্য করতে চেয়েছিলেন। যা স্পষ্টতই ঘুষ এবং এর জন্য তিনি অভিশংসনের যোগ্য।’

সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে অভিশংসন তদন্তের শুনানি চলাকালে শুক্রবার (১৫ নভেম্বর) ডেমোক্রেটিক নেত্রী পেলোসি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। মূলত সেখানেই তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন :- ৩২ ফিলিস্তিনিকে হত্যার পর অবশেষে অস্ত্রবিরতিতে ইসরায়েল

বিশ্লেষকদের মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিতের কথা রয়েছে। মূলত সেই নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। যার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও তিনি টেলিফোনে চাপ প্রয়োগ করেছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড