• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতানিয়াহুকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ খামেনির 

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৩
আয়াতুল্লাহ আলী খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (ছবি : পার্সটুডে)

বেঞ্জামিন নেতানিয়াহুর মতো বহিরাগতদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (১৫ নভেম্বর) তেহরানে চলমান ইসলামি ঐক্য সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর ‘পার্সটুডে’

সম্মেলনে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক হচ্ছে সেখানকার প্রকৃত অধিবাসীরা। তারা মুসলমান, খ্রিস্টান বা ইহুদি যাই হোক না কেন। প্রকৃত অধিবাসীদের অধিকার রয়েছে ফিলিস্তিনের সরকার নির্বাচন করার। আর নেতানিয়াহুর মতো বহিরাগতদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার।

এরপর তিনি যোগ করেন, ফিলিস্তিনের মানুষের কাছে আমার নির্দেশ- তারা যেন নেতানিয়াহুর মতো স্বার্থান্বেষী ব্যক্তিকে এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়।

নিজের বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, নেতানিয়াহুর মতো ব্যক্তিরাই ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তাদের তাড়িয়ে দিলে এক সময় অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ব্যবস্থাও পৃথিবী থেকে মুছে যাবে। আর সেটা হবে বিশ্ববাসীর জন্য কল্যাণকর।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড