• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিনিরা কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, হবেও না : রুহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৬:৩০
হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : ইরনা)

মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মুসলমানদের বন্ধু ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পাশাপাশি ভবিষ্যতেও মার্কিনিরা কখনো মুসলিমদের বন্ধু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ‘ইরনা’।

সম্মেলনে হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই মুসলমানদের বন্ধু ছিল না। আর কখনো বন্ধু হবেও না। নতুন প্রজন্মকে এ বিষয়টা উপলব্ধি করতে হবে।

এ সময় মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, মার্কিনিদের ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে আফগানিস্তান, ইরাক ও ইয়েমেনে নিরপরাধ ও মজলুম মানুষের প্রাণহানি ঘটছে। আর মুসলিম দেশগুলোর মধ্যে সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব ও অনৈক্য।

নিজের বক্তৃতায় মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কখনোই সফল হবে না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড