• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধ বন্ধে সৌদি-হুথি শান্তি আলোচনা চলছে

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৫:১৬
ইয়েমেন
ইয়েমের হুথি বিদ্রোহী (ছবি : সংগৃহীত)

প্রতিবেশী ওমানের মধ্যস্থতায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে ইতোমধ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ‘এপি’।

এ বিষয়ে হুথি মুখপাত্র গামাল আমের জানিয়েছেন, গত দুই মাস ধরে উভয়পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তি আলোচনা চলছে। শান্তি আলোচনার প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া ও ইয়েমেন-সৌদি সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয় অর্ন্তভুক্ত রয়েছে।

এ দিকে ইয়েমেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-করবির বলেছেন, হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ এবং সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতেই এ আলোচনায় অংশ নিচ্ছে সৌদি আরব।

অবশ্য এর আগেও উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা সফল হয়নি। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসিরে অনুষ্ঠিত সৌদি-হুথিদের এক শান্তি আলোচনা ভেস্তে যায়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড