• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাদেন ছিলেন পাকিস্তানের হিরো : মোশাররফ

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৪:০৩
পারভেজ মোশাররফ এবং ওসামা বিন লাদেন
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও মার্কিন অভিযানে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন (ছবি : সম্পাদিত)

মার্কিন অভিযানে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানিদের কাছে ‘হিরো’ ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। সম্প্রতি ফাঁস হওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করতে দেখা যায় তাকে।

বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানি রাজনীতিবিদ ফরহাতুল্লাহ বাবর টুইটারে একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন। এর ওপর ভিত্তি করেই বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এই খবর প্রকাশ করেছে। সাক্ষাৎকারটি পারভেজ মোশাররফের।

ওই সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ বলেন, ‘কাশ্মীরিরা যখন পাকিস্তানে আসেন, তখন তাদের নায়কের মতো সম্ভাষণ জানানো হয়। আমরা তাদের প্রশিক্ষণ ও সমর্থন দিয়ে থাকি। তাদের মুজাহেদীন ভাবি আমরা, যারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।’

সাবেক এই পাক প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই সময়ে লস্কর-ই-তৈয়বার মতো বেশ কিছু সশস্ত্র সংগঠন গড়ে উঠেছিল। সেসব সংগঠনের সদস্যরা ছিলেন আমাদের হিরো।’

এ সময় তিনি বিশেষভাবে লাদেনের নাম উল্লেখ করেন। তার ভাষায়, আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের জনগণের কাছে হিরো ছিলেন।

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্টের পদ দখল করা অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, ‘১৯৭৯ সালে পাকিস্তানের সুবিধা ও সোভিয়েত ইউনিয়নকে বিতাড়িত করতে আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদের পত্তন ঘটে। তখন আমরা সারা বিশ্ব থেকে মুজাহেদীন নিয়ে এসে তাদের প্রশিক্ষিত করে অস্ত্র সরবরাহ করতাম।’

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড