• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ২০:১৭
ইসরায়েল-ফিলিস্তিন
ফাইল ছবি (সংগৃহীত)

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮ ফিলিস্তিনি। এ নিয়ে মঙ্গলবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনের রকেট হামলার প্রতিবাদে বুধবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকটি বিমান হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ দিকে ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিন এ পর্যন্ত দুইশরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪৬ জনকে চিকিৎসা দিয়েছে তারা।

চলমান উত্তেজনা নিয়ে ইসলামি জিহাদ আন্দোলনের এক মুখপাত্র ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরায়েলকেই বহন করতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আত্তা নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এতে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে।

সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে সংঘর্ষে জড়ায় ইসরায়েল-ফিলিস্তিন, যা গত কয়েক মাসের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিন। তারা ইসরায়েলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুঁড়তে শুরু করে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড