• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নৌ-মহড়ায় যোগ দিতে তুরস্কে পাকিস্তানের যুদ্ধজাহাজ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১৮:০১
পাকিস্তান-তুরস্ক
ছবি : প্রতীকী

বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হওয়া নৌ-মহড়ায় যোগ দিতে তুরস্কে পৌঁছেছে পাকিস্তানের একটি যুদ্ধজাহাজ। সোমবার পাক নৌবাহিনীর জাহাজ ‘আলমগীর’ তুরস্কে পৌঁছেছে। সেখানে ১২ দিনের মহড়ায় অংশ নেবে জাহাজটি।

তুর্কি গণমাধ্যম হারিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ তুরস্কে পৌঁছেছে। এটি ভূ-মধ্যসাগরের পূর্বাঞ্চলে মহড়ায় অংশ নেবে। মহড়াটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

জানা গেছে, এই মহড়ার উদ্দেশ্য হলো বিভিন্ন হুমকি মোকাবেলায় সক্ষমতা অর্জন। একই সঙ্গে এই মহড়ায় যারা অংশ নেবে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, বুলগেরিয়া, রোমানিয়া, ইতালি, গ্রিস, স্পেন, তুরস্ক এবং পাকিস্তান অংশ নিচ্ছে।

এ সম্পর্কে পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তুরস্কে এক মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তানের জাহাজ আলমগীর। এবার তুরস্কের আমন্ত্রণে পাক নৌবাহিনী মহড়ায় যোগ দিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানের আমন্ত্রণে তুরস্কের নৌবাহিনীও মহড়ায় যোগ দেবে।

নোট : ভিডিওটি নৌ-মহড়ায় অংশ নেওয়ার জন্য তুরস্কের প্রস্তুতির ভিডিও

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড