• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উড়ন্ত বিমান থেকে পড়ে লাশ, সেই যুবকের পরিচয় মিলেছে

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১৭:২৪
কেনিয়া
কেনিয়ান এয়ারওয়েজের একটি বিমান (ছবি : সংগৃহীত)

লন্ডনের হিথরো বিমানবন্দরগামী কেনিয়ান এয়ারওয়েজের একটি উড়ন্ত বিমান থেকে লাশ হয়ে বাগানে পড়া সেই নাইজেরিয়ান যুবকের পরিচয় মিলেছে।

গত জুন মাসে ওই ঘটনাটি ঘটলেও নিহত যুবকের নাম-পরিচয় তখন পাওয়া যায়নি। অবশেষে মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের অনুসন্ধানে তার পরিচয় জানা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ান ওই যুবকের নাম পল মানিয়াসি। কেনিয়ার নাইরোবি বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন ওই যুবক। নিজের শখ পূরণ করতে গিয়ে তার এই নির্মম পরিণতি হয়।

খবরে আরও বলা হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দরগামী কেনিয়ান এয়ারওয়েজের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে বসেন তিনি। পরে তার মরদেহ উড়ন্ত বিমান থেকে ধপ করে পড়ে লন্ডনের দক্ষিণে ক্ল্যাফাম এলাকার একটি বাড়ির বাগানে।

যে বাড়ির বাগানে মরদেহটি পড়েছিল, তার পাশের বাড়ির বাসিন্দা বলেন, আকাশে উড়ন্ত বিমান থেকে পড়লেও মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়নি। তিনি বলেন, মরদেহটি যে ছিন্নভিন্ন হয়নি তার প্রধান কারণ সেটিকে একটি বরফের দলার মত দেখাচ্ছিল।

ওই সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের খোপের ভেতর একটি ব্যাগ, পানি এবং কিছু খাবার পাওয়া যায়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড