• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু আজ, টিভিতে সরাসরি সম্প্রচার 

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১১:৪৪
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : এপি)

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটি বুধবার (১৩ নভেম্বর) থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে প্রকাশ্য শুনানি শুরু করতে যাচ্ছে। এ শুনানিতে আইনজীবীরা সাক্ষীদের যা জিজ্ঞাসাবাদ করবেন তা সরাসরি সম্প্রচার করা হবে। খবর ‘রয়টার্স’।

বহুল আলোচিত এই অভিশংসন শুনানির প্রথম দিনে সাক্ষ্য দেবেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক উইলিয়াম টেইলর ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জর্জ কেন্ট। আর আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সাক্ষ্য দেবেন ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইভানোভিচ।

এ দিকে সোমবার (১২ নভেম্বর) ট্রাম্পের অভিশংসন তদন্তে আরও কয়েকজন কর্মকর্তার জবানবন্দির তথ্য প্রকাশ করেছে তদন্ত কমিটি।

গত সেপ্টেম্বরে সাবেক এক সিআইএ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যকার ফোনালাপ ফাঁস করে দেন। এতে জানা যায়, যুদ্ধবাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ প্রয়োগ করছেন ডোনাল্ড ট্রাম্প।

পরবর্তীকালে সেই ফোনকলের অনুলিপি গোপন করতে চেষ্টা করে হোয়াইট হাউস। অবশ্য শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। এক পর্যায়ে সেই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি জনসম্মুখে আসে।

যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার পদ থেকে সরাতে তদন্ত শুরু করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। যদিও ইস্যুটি নিয়ে নিজের বিরুদ্ধে তদন্তের উদ্যোগকে পুরোপুরি ন্যক্কারজনক বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এমন পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত ভোটের ভিত্তিতে অভিশংসন ইস্যুতে তদন্ত প্রক্রিয়ার পক্ষেই সমর্থন দেয় হোয়াইট হাউস। তারই ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে ট্রাম্পের অভিশংসন শুনানি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড