• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের স্কুলে রাসায়নিক হামলায় ৫১ শিশু অসুস্থ

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ১০:০১
স্কুলে রাসায়নিক হামলা
অসুস্থ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হচ্ছে (ছবিসূত্র : রয়টার্স)

চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫১ শিশু শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এতে স্কুলটিতে অবস্থানরত তিন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অধিকাংশকেই এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, সোমবার (১১ নভেম্বর) বিকালে ইউনান প্রদেশের কাইইউয়ান শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে হামলাটি চালানো হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) প্রশাসনিক কর্মকর্তারা জানান, সন্দেহভাজন হামলাকারীর নাম কং। সে স্কুলটির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে হামলাকারী গোটা স্কুলে সোডিয়াম হাইড্রোঅক্সাইড নামক এক প্রকার রাসায়নিক স্প্রে করেছিল।

হামলাকারী সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের ফলে তার মধ্যে পারিবারিক উষ্ণতার অভাব দেখা দেয়। যে কারণে দীর্ঘদিন যাবত সে এক রকম মানসিক রোগে ভুগতে থাকে। যদিও ভয়াবহ এই হামলাটি চালানোর মাত্র এক ঘণ্টারও কম সময়ের মাথায় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন :- মেক্সিকোতে আশ্রয়ের আশায় দেশ ছাড়লেন মোরালেস

বর্তমানে সে পুলিশি হেফাজতে আছে। এমনকি হামলার বিষয়ে প্রাথমিকভাবে একটি স্বীকারোক্তিও দিয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড