• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি

  আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ২২:৪৫
ভারত
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাবে সম্মতি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ কারণে মহারাষ্ট্র এখন রাষ্ট্রপতি শাসনে পরিচালিত হবে। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালেও সরকার গঠন নিয়ে অচলাবস্থা বজায় থাকায় কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সুপারিশ পাওয়া মাত্রই বৈঠকে বসে মন্ত্রিসভা।

ওই বৈঠকেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি। ২০ দিন ধরে সরকার গঠনের শর্ত কোনো দলই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন রাজ্যপাল। যদিও এনসিপিকে দেওয়া সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অন্যদিকে শিবসেনার দাবি, বিজেপির পক্ষপাতিত্ব করছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বিজেপিকে যেখানে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা পেশের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল সেখানে শিবসেনা পায় মাত্র ২৪ ঘণ্টা। ইচ্ছাকৃতভাবে শিবসেনাকে সরকার গঠনের সুযোগ না দিতে চাওয়ার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড