• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলি হামলার জবাবে ৮০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৮:০৭
ইসরায়েল-ফিলিস্তিন
ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র, ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার জবাবে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আত্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাহা আবুল আত্তার বাড়িতে বোমাবর্ষণ করে ইসরায়েল।

এতে তিনি ও তার স্ত্রী নিহত হন এবং দুই সন্তানসহ তিন জন আহত হয়। আহত দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক। বোমা হামলার জবাবে ইসলামি জিহাদ মঙ্গলবার সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলে ৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়।

ইসলামি জিহাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এতে বলা হয়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে জমেছে ভিড়।

তাড়াহুড়া করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড