• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের ইরানবিদ্বেষী নীতি ব্যর্থ হয়েছে, দাবি হিজবুল্লাহর

  আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৫:৪৩
হিজবুল্লাহর মহাসচিব
হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ (ছবিসূত্র : দ্য পলিটিকো)

যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের সামনে শক্ত প্রতিরোধ গড়ার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপগুলোকে এরই মধ্যে ব্যর্থ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সোমবার (১১ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে এমনটাই দাবি করেছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

হাসান নাসরুল্লাহ বলেন, ‘সকল পশ্চিমা বিশেষজ্ঞই এখন স্বীকার করছেন যে, ট্রাম্পের ইরানবিদ্বেষী নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। ট্রাম্প ইরানের পক্ষ থেকে টেলিফোন পাওয়ার জন্য যে আশা করছেন, তা কোনোদিনও পূরণ হবে না। কেননা মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা ইরানের আছে।’

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ শক্তি ইতোমধ্যে আসন্ন যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। যে কারণে আমরা অনেক ভালো অবস্থানে আছি। পরিস্থিতি বিবেচনায় ইরান অতীতের তুলনায় বর্তমানে আরও বেশি শক্তিশালী ও সম্মানের অধিকারী।’

এ সময় তিনি লেবানন ইস্যুতেও কথা বলেছেন। যুক্তরাষ্ট্র লেবাননের চলমান পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে চাইছে উল্লেখ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পর লেবাননে রাজনৈতিক সংকট নিরসন ও নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। তাই প্রক্রিয়াটি শেষ হওয়ার আগেই বিষয়টি নিয়ে তথ্য প্রকাশ সম্ভব নয়।’

এর আগে ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। যেখানে শর্ত ছিল ইরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনবে, যার বিনিময়ে তাদের ওপর আরোপিত সকল অবরোধ ক্রমশ তুলে নেওয়া হবে। এতে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।

আরও পড়ুন :- ইরানের বিরুদ্ধে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ

যদিও গত বছরের ৮ মে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে একে একটি অকার্যকর চুক্তি বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি তেহরানের তেল বিক্রিতে অতিরিক্ত নিষেধাজ্ঞাও আরোপ করেন; যা এখনো অব্যাহত আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড