• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংকট সমাধানের আগে পদত্যাগ করছি না : মাহাথির

  আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১০:৪৬
মাহাথির বিন মোহাম্মদ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ (ছবিসূত্র : টুইটার)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় চলমান সংকট পুরোপুরি সমাধানের আগ পর্যন্ত কোনো পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের সময় আমার পদত্যাগের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা কিংবা তারিখ উল্লেখ ছিল না। ফলে এ নিয়ে আমার কোনো বাধ্যবাধকতাও নেই।’

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে আধুনিক মালয়েশিয়ার এই স্থপতি এসব কথা বলেন।

তার মতে, ‘এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে বর্তমানে আমরা যেসব সংকট মোকাবিলা করছি তার পুরোপুরি সমাধানের ওপর।’

বর্তমানে ৯৩ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদের ভাষায়, ‘দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে আমার বেশকিছু অভিজ্ঞতা আছে। যে কারণে আমাদের দল ও জোট চাইছে, আমি যাতে পদত্যাগের আগেই এসব সমস্যার সমাধান করি।’

মাহাথির মোহাম্মদ আরও বলেছেন, ‘আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই পুরো মেয়াদে প্রধানমন্ত্রী থাকব না। কাজ শেষ হলে দ্রুত এই দায়িত্ব আনোয়ার ইব্রাহিমের কাছেই হস্তান্তর করা হবে।’

মালয়েশিয়ার ইতিহাসে দীর্ঘ ২৩ বছর একটানা ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে নিজের উত্তরসূরি আব্দুল্লাহ বাদাওয়ীর কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন মাহাথির মোহাম্মদ। যদিও শেষ পর্যন্ত তার দেখানো পথে হাঁটতে ব্যর্থ হন বাদাওয়ী।

একের পর এক দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকার পর ২০০৯ সালে ক্ষমতা হারান মাহাথিরের আরেক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নাজিব রাজাকের কাছে। যদিও তিনি নিজেও দুর্নীতি থেকে দেশকে উদ্ধার না করে আরও বেশি অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন :- বাবরি মসজিদ মামলার রায় প্রদানকারী ৫ বিচারপতির আদ্যোপান্ত

এরপর ২০১৮ সালে বাধ্য হয়েই দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে জোট বাঁধেন মাহাথির। দুর্নীতিতে অভিযুক্ত নাজিবকে ক্ষমতা থেকে হটিয়ে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হন তিনি। তবে নির্বাচনের আগেই আনোয়ারের দলের সঙ্গে তার চুক্তি হয় যে, মেয়াদের এক পর্যায়ে পদ ছাড়বেন মাহাথির। আর তখনই দেশের দায়িত্ব বুঝে নেবেন আনোয়ার।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড